সোনার দামে রেকর্ড পতন
দীর্ঘ আট মাসে প্রায় ১২ হাজার টাকা দাম কমল সোনার । শনিবার সোনার দাম কমেছে অনেকটাই । শনিবার ২২ ক্যারেট সোনার দাম ১ গ্রামে ৪৪২৯ টাকা, ১০ গ্রামে ৪৪,২৯০ টাকা। শুক্রবারে যা ছিল ২২ ক্যারাট সোনার দাম ১ গ্রামে ৪৪৩০ টাকা, ১০ গ্রামে ৪৪,১৭০ টাকা। হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার গয়নার ১০ গ্রামের দাম ৪৩,৪০০ টাকা। চলতি মাসে ২ তারিখ , কলকাতায় ২২ ক্যারাট ও ২৪ ক্যারাটের মোট সোনার দামে পতন হয়েছিল ২০,০০০ টাকা। ৪ মার্চ ২২ ক্যারাট ও ২৪ ক্যারাটের মোট সোনার দামে পতন হয়েছিল ১৪ হাজার টাকা। গত ৯ মার্চ ২০২১, কলকাতায় ২২ ক্যারাট ও ২৪ ক্যারাটের মোট সোনার দামে পতন হয়েছিল ১২ হাজার টাকা। এ বছরের শুরুর তুলনায় হিসেব করলে ১০ গ্রামে প্রায় ৬ হাজার টাকা দাম কমেছে সোনার। প্রসঙ্গত, গত বছর অগস্টে বাড়তে থাকা সোনার দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তর। প্রায় ৫৬,২০০ ছুঁয়েছিল সোনার দাম। তবে দাম কমায় কিছুটা হলেও হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে। স্বস্তি এসেছে সাধারণের মনে।